নয়া জমানায় ওদের হারাই কারণ এখন আমরা বেশি ভাল: ধোনি

বেনাপোল বিডি

02

পাকিস্তানকে এমন রুদ্ধশ্বাস ম্যাচ হারিয়ে উঠে অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনির মেজাজ খুশ আর পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসের রুদ্রমূর্তি।

ঠিক উল্টো।

ওয়াকারের অধীনে পরের পর ম্যাচ ভারতের কাছে হেরে চলেছে পাকিস্তান। অথচ তাঁকে এতটুকু ভেঙে পড়া দেখাচ্ছে না। বললেন, ‘‘আমরা ক্রমশ ইমপ্রুভ করে চলেছি। বোলিংয়ে ওই জায়গাটায় পৌঁছে গিয়েছি যেখানে যেতে চাইছি। আমাদের ব্যাটিংটা শুধু ভাল করতে হবে। আরও ৩০/৪০ রান থাকলে আজই ম্যাচ বেরিয়ে যেত।’’

ধোনি বরঞ্চ নানা কিছু নিয়ে বিরক্ত। হিচককের ছবির মতো একটা রোমহর্ষক ম্যাচ জিতে উঠেও প্রশান্তির কোনও কারণ দেখছেন না। একটা বিরক্তির কারণ পিচ। বললেন, ‘‘লোকে তো টি-টোয়েন্টিতে চার-ছয় দেখতে আসে। একটা কঠিন পিচও যদি কেউ দেয় সে তো অন্তত ১৩০ রান করতে দেবে। এটা কী? ভেবেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা প্র্যাকটিস সারব। এই পিচে কী প্র্যাকটিস হবে?’’

বিরক্তি দুই, আম্পায়ারিং নিয়ে। আজকের ম্যাচের আম্পায়ারিং নিয়ে রেট করতে বললে ধোনি প্রথমে বললেন, ‘‘কী নমুনা আপনারা দেখেছেন। আমি আর কী বলব।’’ তার পরই বললেন, ‘‘আমাকে এখন মুখ…

View original post 311 more words

Leave a comment